শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০২:৪৫:১৫

শ্রীলঙ্কার ঝুলিতে প্রথম দিনে বড় সংগ্রহ

 শ্রীলঙ্কার ঝুলিতে প্রথম দিনে বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক :  বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচ আহমেদাবাদে চলছে। সেখানে ভারতকে অস্ট্রেলিয়া হারালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বেড়ে যাবে শ্রীলঙ্কার। অবশ্য এ জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত দুটি টেস্ট জিততে হবে লঙ্কানদের।

এ রকম সমীকরণ মাথায় নিয়ে ক্রাইস্টচার্চে কিউইদের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। প্রথম দিনে বড় সংগ্রহ পেয়েছে তারা। দলের কোনো ব্যাটার সেঞ্চুরি না পেলেও দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রান তুলেছে লঙ্কানরা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওশাদা ফার্নান্দোর (১৩) উইকেট হারায় শ্রীলঙ্কা। 

এরপর অধিনায়ক দিমুথ করুনারত্নেকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ৮৩ বলে ৮৭ রান করা মেন্ডিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কিউই দলপতি টিম সাউদি। মেন্ডিসের বিদায়ের পর আউট হয়ে যান করুনারত্নেও। ৮৭ বলে ৫০ রান করা লঙ্কান দলপতিকে সাজঘরে ফেরান ম্যাট হেনরি।

এরপর ৮২ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং দীনেশ চান্দিমাল। ৬৪ বলে ৩৯ রান করা চান্দিমালকে আউট করে এই জুটিও ভাঙেন সাউদি। বেশি দূর এগিয়ে যেতে পারেননি ম্যাথুসও। হাফ সেঞ্চুরির আগে ৪৭ রানে বিদায় নেন ডানহাতি এই ব্যাটার। নিরোশান ডিকভিলাকে ফিরিয়ে লঙ্কানদের চাপে ফেলেন মাইকেল ব্রেসওয়েল।

দিনের বাকি সময়টা নিরাপদে শেষ করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং কাসুন রাজিথা। ৫২ বলে ৩৯ রানে ধনঞ্জয়া আর রাজিথা ১৬ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন সাউদি। আর দুটি উইকেট নেন হেনরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে