শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০৯:৫৩:৫৭

সেই পরিকল্পনায় বাজিমাত করেছেন নাজমুল শান্ত!

সেই পরিকল্পনায় বাজিমাত করেছেন নাজমুল শান্ত!

স্পোর্টস ডেস্ক : জিততে রান তাড়া করতে হবে ওভার প্রতি ৭.৮১। টি-২০ ক্রিকেটে যা আকাশছোঁয়া নয়। তারপরও প্রতিপক্ষ যখন বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন, তখন অনেক বেশি হিসেবি ক্রিকেট খেলার পরিকল্পনা থাকতে হবে। 

সেই পরিকল্পনায় বাজিমাত করেছেন নাজমুল শান্ত, সাকিব আল হাসান, হাসান মাহমুদরা। জশ বাটলারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে ক্রিকেট খেলে ১২ বল হাতে রেখে ৬ উইকেটের স্বপ্নের এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের হয়ে সর্বোচ্চ রান করা নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এখন বাংলাদেশের সিরিজ জেতা উচিত।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরিজ জেতার কথা বলেন শান্ত, ‘এখন যে অবস্থায় আছি এখান থেকে সিরিজ জেতা উচিত। কিন্তু এখনো আমাদের নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে।’

ঢাকায় দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে এসে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। সেই ধারায় এবার টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা হলো বাংলাদেশের। ব্যাটিং-বোলিংয়ে কর্তৃত্ব দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিলো স্বাগতিকরা।

টস জিতে সাকিব আল হাসান জানিয়েছেন তাদের কম রানে আটকে রান তাড়া করবেন তারা। আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। শুরুটা তাদের যেভাবে হয়েছিল শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি। ডেথ ওভারে স্বাগতিক বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। শেষ চার ওভারে মাত্র ২১ রান দিয়ে তিন উইকেট নেয় বাংলাদেশ। হাসান মাহমুদ ২ ওভারের শেষ স্পেলে দেন মাত্র ৫ রান, নেন ২ উইকেট। এখানেই ম্যাচের মোড় অনেকটা ঘুরে যায়।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। শান্ত খেলেন এক বিস্ফোরক ইনিংস। মাত্র ২৭ বলের ফিফটিতে বাংলাদেশ পেয়ে যায় জয়ের ভিত। শেষে অধিনায়ক সাকিব সতীর্থ আফিফকে নিয়ে ১২ বল হাতে রেখেই জয় নিয়ে ফেরেন। টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এটি প্রথম জয়।

এই জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন শান্ত, ‘প্রথম ম্যাচ জিততে পেরেছি এটা তো দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা যখন দ্বিতীয় ম্যাচ খেলতে যাব নতুন করে শুরু করতে হবে। এখন যদি চিন্তা করি এই ম্যাচটা জেতার পর আমাদের দলের মোটিভেশন বা চিন্তা-ভাবনা অনেক বদল আসবে।’

সিরিজ বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে ঢাকায় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১২ মার্চ দ্বিতীয় ও আর তৃতীয় ম্যাচ হবে ১৪ মার্চ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে