শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১২:০০:১২

আহমেদাবাদ টেস্টে দেড়শ বছরে ইতিহাস

 আহমেদাবাদ টেস্টে দেড়শ বছরে  ইতিহাস

স্পোর্টস ডেস্ক : আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিল এবং আহমেদাবাদ টেস্টের প্রথম দিন সেটাই হল। সমস্ত রেকর্ড ছাপিয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতি ক্রিকেটের মঞ্চে নতুন এক ইতিহাস তৈরি করল। অস্ট্রেলিয়ার মেলবোর্ণকেও ছাপিয়ে গেল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লক্ষ সমর্থক। কানায় কানায় ভরে গেল আহমেদাবাদের স্টেডিয়াম। গোটা দেশ তো বটেই, সেই মুহূর্তের স্বাক্ষী থাকলেন দুই দেশের প্রধানমন্ত্রীরাও। আহমেদাবাদে শেষ টেস্টকে ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্চ্রেলিয়ান প্রধানমন্ত্রীর উপস্থিতির খবর সেই উনমাদনাকে যে আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল দর্শকের ঢল। 

গোটা গ্যালারীতে ছিল এক লক্ষ সমর্থকের উপস্থিতি।  ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সমর্থকের রেকর্ড গড়ল ভারত বনাম অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচ। এতদিন এই হিসাবের নীরিখে এগিয়ে ছিল মেলবোর্ণ ক্রিকেট স্টেডিয়াম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে