শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১০:৫৫:৪৭

নতুন এক বড় সমস্যায় পড়লেন রোনালদো!

নতুন এক বড় সমস্যায় পড়লেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: উড়তে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর হঠাৎই যেন ছন্দপতন হয়েছে। নতুন এক বড় সমস্যায় পড়লেন রোনালদো! এর মাঝেই ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হিসেবে এসেছে সমর্থকদের জ্বালাতন। গত রাতে আল-ইত্তিহাদের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে ছিলেন রোনালদো। 

সেই চাপেই কিনা পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন তিনি। ঠিক নিষ্প্রভ নন, তিনি মূলত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ছিলেন। ফলে আল-নাসরও ০-১ ব্যবধানে হেরে যায়। তবে তার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন সমর্থকরা। রোনালদোকে দেখলেই তারা ‘মেসি মেসি’ চিৎকারে ফেটে পড়ছেন।

বৃহস্পতিবার মুখোমুখি হয় সৌদির লিগ শিরোপা জেতার দুই প্রধান দাবিদার আল-নাসর এবং আল-ইত্তিহাদ। ম্যাচের শুরুতে আনুষ্ঠানিক ফটোসেশনে যোগ দেন দু’দলের অধিনায়ক ও রেফারিরা। ওই সময় রোনালদোকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে মেসি সেরা বলে শোরগোল তোলেন সমর্থকরা। পরে তার জবাবে মাটির দিকে আঙুল দেখিয়ে রোনালদো কিছু একটা ইঙ্গিত করেন।

এখানেই শেষ নয়। ম্যাচ হারের কারণে আল-নাসর টেবিলের শীর্ষস্থান থেকে নিচে নেমে যায়। এতে শিরোপা জয়ে তারা হোঁচটই খেয়েছে বলা চলে। ফলে স্বাভাবিকভাবে হতাশ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচ শেষে সমর্থকদের সান্ত্বনা দিতে গ্যালারির কাছে সতীর্থদের দিকে ছুটে যান রোনালদো। পরে একটু পরেই তিনি সেখান থেকে ফিরে আসেন। 

সে সময় এক সতীর্থ তাকে কিছু একটা বোঝাচ্ছিলেন। কিন্তু তাতেও তার রাগ কমেনি। উল্টো হাত নাড়াতে নাড়াতে বিরক্তি প্রকাশ করতে থাকেন তিনি। এরপর মেজাজ হারিয়ে ডাগআউট লাইনে রাখা পানির বোতলে জোরশে লাথি মারেন।

এভাবে এই ফুটবল তারকার মেজাজ হারানোর কারণ হিসেবে অনেকে বলছেন, গ্যালারি থেকে মেসির নামে কোরাস তোলায় বিরক্ত হয়েছেন রোনালদো। খেলা চলাকালেও দর্শকদের অনেকেই মেসির ছবি সম্বলিত পোস্টার প্রদর্শন করতে থাকেন। যা তার পরবর্তী আচরণে ফুটে উঠেছে।

এর আগে সৌদি প্রো লিগের আরেকটি ম্যাচে আল বাতেনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। সে সময় তাকে লক্ষ্য করে কেউ একজন বলে উঠেন, ‘মেসিই সর্বকালের সেরা।’ দর্শকের এমন কথা শুনে তখন রোনালদো অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। তাকে স্বাভাবিকভাবে হেঁটে ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায়। ম্যাচটিও শেষ পর্যন্ত ৩-১ গোল ব্যবধানে জিতে নেয় রোনালদোর ক্লাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে