শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১:২৮:৩১

ডাবল সেঞ্চুরির পথে বাভুমা, দলকে একা টানছেন

ডাবল সেঞ্চুরির পথে বাভুমা, দলকে একা টানছেন

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক তেম্বা বাভুমা দলকে একা টানছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার একার লড়াইয়ে জোহানেসবার্গ টেস্টে চালকের আসনে স্বাগতিকরা।

ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন বাভুমা। ১৭১ রানে অপরাজিত থেকে শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান ২৮৭। লিড ৩৫৬ রানের।

৪ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আইডেন মার্করাম ও ডিন এলগার দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। এলগার ৫ ও মার্করাম ১৮ রানে ফেরেন ড্রেসিংরুমে। শতরানের আগে প্রোটিয়ারা হারায় আরো দুই উইকেট। টনি ডি জর্জি ১ রানে মায়ার্সের বলে বোল্ড হন। ১০ রানে আউট হন রায়ান রিকেলটন। ভরসা হয়ে উঠা ক্লাসেন এদিন রান পাননি। ১৪ রানে পেসার জোসেফের বলে উইকেটে পেছনে ক্যাচ দেন।

১০৩ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ভেঙে পড়েননি বাভুমা। রান করেছেন অনায়েসে। জবাব দিয়েছেন ব‌্যাট দিয়ে। ষষ্ঠ উইকেটে তাকে সঙ্গ দেন উইয়ান মুল্ডার। দুজন ১০৩ রানের জুটি গড়েন। এ সময়ে বাভুমা তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাদের জুটিতে প্রতিরোধের পর অতিথিদের দারুণ জবাব দচ্ছিল স্বাগতিকরা। কিন্তু ৪২ রানে মুল্ডারের আউটে একা হয়ে যান বাভুমা। 

তবুও লড়াই থামাননি। সপ্তম উইকেটে সিমরন হামারের সঙ্গে ৭১ রানের জুটি গড়ার পথে ৫২ রান একাই করেন ডানহাতি ব্যাটসম্যান। শেষ বিকেলে হামার ১৯ রানে আউট হলেও বাভুমা টিকে ছিলেন। মহারাজকে সঙ্গে নিয়ে দিন শেষ করেছেন।

প্রোটিয়া অধিনায়ক ২৭৫ বলে ১৭১ রানের ইনিংসটি খেলেছেন ২০ চারে। তার ব্যাটে ভালো অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা চতুর্থদিনে কতদূর যায় সেটাই দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে