রবিবার, ১২ মার্চ, ২০২৩, ০৯:৩৮:১০

ইংল্যান্ডের বিপক্ষে টি২০ দ্বিতীয় ম্যাচ আজ

ইংল্যান্ডের বিপক্ষে টি২০ দ্বিতীয় ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সাথে চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে টি২০ সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ। তাই ম্যাচের আগে গতকাল শনিবার মিরপুরে হাতুরুসিংহে সাকিব আল হাসানকে অনেক শলাপরামর্শ দিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচটি জিতলে সুবিধাজনক অবস্থানে থাকা যায়। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে এখন পুরোপুরি সেই অবস্থানে থেকে উজ্জীবিত স্বাগতিক বাংলাদেশ দল। 

৩ ম্যাচের টি২০ সিরিজ জেতার জন্য আর একটি ম্যাচ জিতলেই হবে। তাহলেই ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম টি২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে ঐতিহাসিক এক ঘটনার জন্ম দেবে টাইগাররা। যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিদের দেড় বছর আগে টি২০ সিরিজে হারিয়ে দিয়েছে বাংলাদেশ, সেই ভেন্যুতেই এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর গৌরবময় কীর্তি গড়ার হাতছানি। 

চট্টগ্রামে প্রথম টি২০ জিতে শক্ত মনোবল নিয়ে আজ জেতার জন্যই নামবে বাংলাদেশ দল। আর মাত্র ৪ মাস আগে টি২০ বিশ^কাপ জেতা জস বাটলারের দল ইংল্যান্ড মরিয়া সিরিজ হার ঠেকাতে। সেজন্য আজ জিততেই হবে তাদের। হারলেই সিরিজের ট্রফি হাতছাড়া হবে। তাই জয়ের ভিন্ন কিছু ভাবতেই পারছে না তারা। বেলা ৩টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে।
 
সাড়ে ৬ বছর পর আবার বাংলাদেশ সফরে এসেছে ইংলিশরা। ২০১৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে যায় তারা এবং টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে। ঘরের মাটিতে টানা ৬টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতার পর সেবার ইংল্যান্ডের কাছে একটি সিরিজ হার দেখে বাংলাদেশ। 

কিন্তু তারপর ৭টি হোম সিরিজের ট্রফি ধরে রাখে টাইগাররা। কিন্তু ইংলিশদের কাছেই সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে আবার। যদিও চট্টগ্রাম আবার সুবাতাস ফিরিয়ে এনেছে বাংলাদেশের তাঁবুতে। ইংলিশদের বিপক্ষে সিরিজ জেতার মতো গৌরবময় এক প্রাপ্তিযোগ ঘটাতে স্বাগতিক দল হিসেবে বাংলাদেশ সেটি করতেই পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে