রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১:২১:৪২

যাচ্ছেন দুবাই, ভিডিও বার্তায় অংশ নেওয়ার ঘোষণা সাকিবের

যাচ্ছেন দুবাই, ভিডিও বার্তায় অংশ নেওয়ার ঘোষণা সাকিবের

স্পোর্টস ডেস্ক : এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে ১৫ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে একটি স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান। এই স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে দুবাইয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। এ উপলক্ষে তিনি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন।

এদিকে সাকিবের মতোই ঘোষণা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আরও কয়েকজন ক্রিকেটার। জানা গেছে, আরাভ জুয়েলার্সের অনুষ্ঠানে বিভিন্ন দেশের ক্রিকেটাররা যাচ্ছেন। দুবাই থেকে বাংলাদেশি কমিউনিটির সূত্রগুলো জানাচ্ছে, নিউ গোল্ড সুকে আরাভ জুয়েলার্স যে সাজসজ্জা ও আয়তন নিয়ে চালু হচ্ছে, তাতে বড় অঙ্কের অর্থের বিনিয়োগ হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তাঁরা ভিডিও বার্তায় জানিয়েছেন। একই রকম ভিডিও বার্তায় আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম জানিয়েছেন যে তিনিও একই অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাবেন।

এদিকে আরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে আরাভ খান তাঁর দুবাইয়ের বাড়িতে হরিণ জবাই দিয়ে শুভাকাঙ্ক্ষী দের নিয়মিত দাওয়াত খাওয়াচ্ছেন। এ নিয়ে তিনি নিয়মিত ফেসবুক লাইভও করছেন। বিষয়টি নিয়ে দুবাইয়ে অবস্থানরত আরাভ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে