বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ০৯:৩৯:২২

অবশেষে যিনি অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে

অবশেষে যিনি অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ হওয়ার পর কেটে গেছে পাঁচ বছর। দীর্ঘদিন পর ফের অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নেতৃত্বে স্টিভ স্মিথ। টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচের পর এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ।

মায়ের মৃত্যুর পর আপাতত আর ভারতে ফিরছেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে যান কামিন্স।

হাসপাতাল থেকে আর ফেরা হয়নি তার মা মারিয়ার। কামিন্সেরও আর ফেরা হয়নি ভারতে। তার নেতৃত্বে প্রথম দুই টেস্ট হারা অস্ট্রেলিয়া স্মিথের নেতৃত্বে পরের দুই টেস্টের একটিতে জিতেছে, অন্যটি ড্র করেছে। 

এবার কামিন্সের অনুপস্থিতিতে পাঁচ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ। ২০১৮ সালে বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ হওযাার আগে ৫১ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার।

নেতৃত্বের এই পরিবর্তনে পাঁচ ওয়ানডের মধ্যে চারজন অধিনায়ক পাচ্ছে অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক ছিলেন অ্যারন ফিঞ্চ। তার অবসরের পর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হয় কামিন্সের জমানা। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে কামিন্স বিশ্রামে থাকায় অধিনায়কত্ব করেন জশ হ্যাজলউড।

এবার অধিনায়ক স্মিথ। কামিন্সের জায়গায় দলে কাউকে যোগ করছে না অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। ১৭ মার্চ মুম্বাইয়ে প্রথম ওয়ানডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে