বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ০৯:৫৬:৩৩

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাকিবের দল সফল যে কারণে

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাকিবের দল সফল যে কারণে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ইংলিশদের ‘বাংলাওয়াশে’ ওয়ানডে সিরিজ হারের কথা ঢাকা পড়ে গেছে। তবে একটু পিছন ফিরে তাকালে দেখা যাবে, ওয়ানডে সিরিজর ম্যাচ তিনটির ঘটনাপ্রবাহ ও পরিবেশ-পরিস্থিতি একটু বিচার বিশ্লেষণ করেন, দেখবেন চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে ওই সিরিজেও জেতার যথেষ্ঠ সম্ভাবনা ছিল বাংলাদেশের।

প্রথম ম্যাচে ২০৯‘র পরিবর্তে স্কোরলাইনটা ২৩০-এর ঘরে নিয়ে যেতে পারলেই হয়ত ফল অনুকুলে আসতো। তখন ১-২‘এ সিরিজ হারের বদলে ২-১’এ সিরিজ বিজয়ের জোর সম্ভাবনা থাকতো তামিম ইকবাল বাহিনীর।

আজ (বুধবার) মেহেদি হাসান মিরাজ সে কথাই বললেন। বুধবার বিকেলে ‘আর এ কে’ সিরামিক্সের এক অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থেকে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘ওয়ানডেতে আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। বিশেষ করে প্রথম ম্যাচটা খুব কাছে গিয়ে হেরেছিলাম। আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজ জিততাম। তাছাড়া ওয়ানডেতে কিছু জায়গায় ঘাটতি ছিল, সেগুলো যেন টি-টোয়েন্টিতে পূণরাবৃত্তি না হয় তা চেষ্টা করেছি।’

মিরাজ জানিয়ে দেন টি-টোয়েন্টি সিরিজের আগে ইংল্যান্ডকে হারাতে রীতিমত অনেক হিসেবে-নিকেশ তৈরি করা ছিল। মিরাজের ভাষায়, ‘আমরা ইংল্যান্ডকে নিয়ে ভালোমতো পরিকল্পনা করেছিলাম। 

কোন জায়গায় কিভাবে বোলিং করব, কোন ব্যাটারকে কিভাবে করব। ব্যাটারও পরিকল্পনা করেছিল যে কোন বোলারকে কিভাবে খেলবে। সবাই পরিকল্পনা করেছি। অনেক সময় পরিকল্পনা সফল হয়, অনেক সময় হয় না। 

ওয়ানডেতে হয়তো পরিকল্পনায় আমরা ছোট ছোট কিছু ভুল করেছি। আমরা মানুষ তো, আমরা ভুল করবই। পরে টি-টোয়েন্টিতে যখন এসেছি, ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি এবং বাস্তবায়ন খুব ভালো হয়েছে। সেজন্য আমরা টি-টোয়েন্টিতে সফল হয়েছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে