বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২:১৯:৪২

মাত্র একদিন পর আবার কোচ পরিবর্তন পাকিস্তানের!

মাত্র একদিন পর আবার কোচ পরিবর্তন পাকিস্তানের!

স্পোর্টস ডেস্ক : মাত্র এক দিনের ব্যবধানে কোচ পরিবর্তন করল পাকিস্তান। একদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আফগান সিরিজে জাতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করবেন মোহাম্মদ ইউসুফ।

কিন্তু বুধবার পিসিবি জানায়, আফগান সিরিজে কোচের ভূমিকা পালন করবে সাবেক ক্রিকেটার আব্দুর রেহমান। ভুলে নাকি আব্দুর রহমানের জায়গায় মোহাম্মদ ইউসুফের নাম চলে আসে মিডিয়ায়। ইউসুফ আগের মতোই ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন। ফিল্ডিং কোচ আবদুল মাজিদ।
  
তিন মাস আগেও পাকিস্তানের সাবেক পেসার উমর গুল ছিলেন আফগানিস্তানের বোলিং কোচ। সেই আফগানদের বিপক্ষেই পাকিস্তানের বোলিং কোচ হিসেবে যাত্রা শুরু হচ্ছে গুলের। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গুলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। ফিল্ডিং কোচ আবদুল মাজিদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে