বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ০৮:৪৬:৫৩

রিয়াল মাদ্রিদ শেষ আটে বেনজেমা নৈপুণ্যে

রিয়াল মাদ্রিদ শেষ আটে বেনজেমা নৈপুণ্যে

স্পোর্টস ডেস্ক : শক্ত অবস্থানের ভিতটা গড়ে রেখেছিল প্রথম লেগেই, এবার দ্বিতীয় লেগেও জয় নিয়েই চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে লিভারপুলকে ৬-২ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। সান্তিয়াগো বার্নাবেউয়ে গতকাল বুধবার রাতে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। 

গোলটির নায়ক করিম বেনজেমা। লিভারপুলের মাঠে প্রথম লেগে ৫-২ গোলের জয়ে শেষ আটে এক পা দিয়েই রেখেছিল রিয়াল, এবার নিজেদের ঘরের মাঠে সারল বাকি আনুষ্ঠানিকতা। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটির এটি ছিল তিন শ'তম ম্যাচ। 

আশানুরূপ না হলেও জয় দিয়েই উপলক্ষ রাঙাল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। বার্নাব্যুতে প্রথমার্ধে সমানতালেই লড়েছিল দুদল, ছিল আক্রমণ–প্রতি আক্রমণ। শুধু জালের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুদল। 

অবশ্য ম্যাচের প্রথম গোলের সুযোগ আসে লিভারপুলের সামনেই, মোহাম্মদ সালাহর পাস থেকে নুনেসের শট সহজেই প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। স্বাগতিকরা প্রথম জোরাল আক্রমণ করে ম্যাচের একাদশ মিনিটে। 

টনি ক্রুসের দূরপাল্লার শট ঠিকমতো নিয়ন্ত্রনে নিতে পারেননি লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। ২ মিনিট পর ফের গোলের সুযোগ পেয়েছিলেন বেনজেমা, তবে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। ২০তম মিনিটে কামাদিঙ্গার শট অ্যালিসনের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে; ফলে ফের হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে