বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:০৬:২০

‘ধবলধোলাই করেছি, বিশ্বচ্যাম্পিয়ন হব একদিন’

‘ধবলধোলাই করেছি, বিশ্বচ্যাম্পিয়ন হব একদিন’

স্পোর্টস ডেস্ক : দোয়া করবেন আমি যেন সব মানুষের স্বপ্ন পূরণ করতে পারি ইনশাআল্লাহ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে জয় এবং টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পেছনে মেহেদী হাসান মিরাজ-এর অনেক অবদান ছিল। শুধু এবার নয়, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়েও তার অসামান্য অবদান ছিল। 

মিরাজ বলেন সবসময় স্বপ্ন দেখি, বাংলাদেশ একদিন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। যেভাবে ব্যাটে-বলে ভূমিকা রাখেন তাতে সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি তাকে বলাই যায়। গতকাল এক অনুষ্ঠানে তিনি অবশ্য বিনয়ের সঙ্গে এমন তুলনাকে পাশে সরিয়ে রাখেন।

তিনি আরও বলেন আমরা ফলাফল নিয়ে চিন্তা করিনি। আমরা চেষ্টা করেছি প্রসেসটা কীভাবে বাস্তবায়ন করা যায় ও প্রসেসে থাকা যায়। ফলাফলটা দিন শেষে আসবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, ফল কখনো আসবে না। তাই আমরা মাঠে ওইভাবেই চেষ্টা করেছি ব্যাটসম্যানরা যেন রান করতে পারি।

বোলাররা যেন ভালো বল করতে পারি এবং যারা ফিল্ডার তারা যেন সমর্থন দিতে পারি। সব মিলিয়ে টিম কম্বিনেশন ভালো ছিল এবং সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই আমরা জিতেছি। আমরা অনেক দিন ধরে ওডিআই ভালো খেলে আসছি। সবাই কিন্তু বলে যে, আমরা টি-টোয়েন্টিতে ভালো দল নই, টেস্টে ভালো করতে পারি না। 

আমার মনে হয়, টি-টোয়েন্টিতে এই শুরু হলো আমাদের, সিরিজ জিতেছি ও ধবলধোলাই করেছি। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় এসেছে, যারা অনেক সাহসী ও মেধাবী। এই প্রতিভা যদি তারা মাঠে কাজে লাগানো যায় তাহলে ভালো ফল আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে