বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ০৩:১৪:৪৩

গার্দিওলার প্রতি ক্ষোভ হাল্যান্ডের, হলো না ডাবল হ্যাটট্রিক

গার্দিওলার প্রতি ক্ষোভ হাল্যান্ডের, হলো না ডাবল হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : মাত্র ৩৫ মিনিটে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড একটা নয়, দুইটা নয়, গুনে গুনে ৫টি গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ৫ গোল করেছেন তিনি। এরপর ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা তাকে তুলে নেন। পরে আফসোস করে হলান্ড বলেছেন কোচ তাকে তুলে না নিলে ডাবল হ্যাটট্রিক হতো।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৫ গোল করে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ভেঙেছেন হলান্ড। লিওনেল মেসিকেও ছুঁয়ে ফেলেছেন নরওয়ের স্ট্রাইকার। তার দাপটে আরপি লিপজিগকে ৭-০ (দুই পর্ব মিলিয়ে ৮-১) গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে অল্প বয়সে ৩০ গোলের নজির গড়েছেন হলান্ড। 

তার আগে এমবাপ্পে ২২ বছর ৩৫২ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৩০তম গোল করেছিলেন। হলান্ড নিজের ৩০তম গোল করলেন ২২ বছর ২৩৬ দিন বয়সে। শুধু এমবাপ্পে নন, মেসির মতো চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে ৫ গোল করার নজিরও গড়েছেন হলান্ড। মেসি ও লুইস আদ্রিয়ানো তার আগে চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোলের নজির গড়েছিলেন। 

রেকর্ড ছাড়াও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯টি গোল করলেন হলান্ড। কোথায় থামবেন কে জানে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লিপজিগের বিপক্ষে মাত্র ৬২ মিনিট মাঠে ছিলেন হলান্ড। তবে ৫ গোল করার জন্য নিয়েছেন মাত্র ৩৫ মিনিট। ২২ মিনিটে বেঞ্জামিন হেনরিখস বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সিটি। 

সেটা থেকে প্রথম গোল করেন হলান্ড। এরপর ৩০ মিনিটে দ্বিতীয় আর প্রথমার্ধের শেষ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড। দ্বিতীয়ার্ধে ৫৪ ও ৫৭ মিনিটের মাথায় আরও দুটি গোল করেন তিনি। ৫ মিনিট পরেই গার্দিওলা তাকে তুলে নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে