বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:৪২:৪৭

আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব কী দলে যোগ দিবেন? যা জানা গেল

আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব কী দলে যোগ দিবেন? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার সুখস্মৃতির রেশ শেষ হতে না হতেই আবারো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড দল। আগামী শনিবার থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

এদিকে সিরিজ শুরুর আগেই দল থেকে ছিটকে গেছে অভিষেকের অপেক্ষায় থাকা জাকির হাসান। সিলেটে ঐচ্ছিক অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় চোট পান জাকির। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরায় ছিটকে গেছেন ওয়ানডে দল থেকে। তার জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। ৮ বছর পর টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে ফেরা টপঅর্ডার ব্যাটার এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

হঠাৎ করে দলে ডাক পাওয়া রনি আগামীকাল সকালে সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। এদিন বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানও। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে স্বর্ণের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি।

সাকিবকে নিয়ে আজ সারাদিন সরগরম ছিল দেশের মিডিয়া। সাকিব যেই স্বর্ণের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন, সেই শোরুমের মালিক আরাভ খানের প্রকৃত নাম রবিউল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি। ডিবি জানিয়েছে, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে সাকিবকে।

যদিও সাকিবকে এসবের কোনো কিছুই স্পর্শ করে না। খেলার মাঠেও বাইরের বিতর্ক প্রভাব ফেলবে না হয়তো। বরং বিতর্ক চাপা দিতে সেরা ক্রিকেট খেলে সবার দৃষ্টি ঘুরিয়ে দিতে পারেন বাঁহাতি এ অলরাউন্ডার। কোচিং স্টাফও তাই এগুলো নিয়ে চিন্তিত না। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও শনিবার থেকে শুরু হওয়া সিরিজ নিয়েই ভাবছেন।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং রনি তালুকদার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে