শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ০২:১৭:৩৬

ইউরোপিয়ান প্রতিযোগিতায় আটকে গেল আর্সেনাল

ইউরোপিয়ান প্রতিযোগিতায় আটকে গেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে ছুটছে; কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় আটকে গেল আর্সেনাল। স্পোর্তিংয়ের কাছে পেনাল্টি শুট আউটে ৫-৩ গোলে হেরে ইউরোপা লিগের শেষ ষোলো থেকে বিদায় নিল গানাররা। ফলে চলতি মৌসুমে তিনটি প্রতিযোগিতা থেকে ছিটকে গেল আর্সেনাল।

এর আগে এফএ কাপের চতুর্থ রাউন্ড আর লিগ কাপের তৃতীয় রাউন্ড ছিটকে গিয়েছিল দলটি। ফলে মিকেল আর্তেতার শিষ্যদের সামনে কেবল সুযোগ রয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের। যেখানে নিটকতম প্রতিন্দিন্দ্বি ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে আর্সেনাল।

শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্তিংয়ের সঙ্গে ২-২ ড্র করে ছিল তারা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচের শুরুতে এগিয়েও যায় গানাররা। ১৯ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন গ্রানিত শাকা।

আর ম্যাচের ৬২ মিনিটে অবিশ্বাস্য এক গোলে স্পোর্তিংকে সমতায় ফেরান পেদ্রো গনকালভেজ। প্রায় ৪৯.৩ গজ দূর থেকে নেওয়া পর্তুগিজ তারকার শটটি আর্সেনাল গোলকিপার অ্যারন রামসডেলের মাথার ওপর দিয়ে জালে প্রবেশ করে। উয়েফা আয়োজিত সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের এটি মৌসুমের সবচেয়ে বেশি দূরত্বের গোল।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। পরে অতিরিক্ত সময়েও গোল পায়নি কেউ। ম্যাচ গড়ায় টাইব্রেকে। ৩৪ বছর পর ইউরোপা লিগে টাইব্রেকে অংশ নেওয়া স্পোর্তিং দারুণভাবে চাপ সামল দেয়। শট নিতে আসা পাঁচ ফুটবলারের সবাই গোল করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে