শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ০৪:৩৮:০০

তামিম কী প্রথম ওয়ানডে খেলতে পারবেন? যা জানা গেল

তামিম কী প্রথম ওয়ানডে খেলতে পারবেন? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড এখন বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হচ্ছে সিরিজ। সিরিজের আগমুহূর্তে বেশ কয়েকটি দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ হাসপাতালে ভর্তি। অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি। ব্যাটার জাকির হাসানও খেলতে পারছেন না। এই দুজনকে নিয়ে দুঃসংবাদের পর এলো আরও একটি শঙ্কার খবর। অধিনায়ক তামিম ইকবাল প্রথম ওয়ানডে খেলতে পারবেন কিনা সেটিও নিশ্চিত নয়। 

গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন ওয়ানডে দলের অধিনায়ক। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন দেখে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। তবে আজ অনুশীলন করেছেন তামিমও। নেটে তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের বিপক্ষে ব্যাটিংও করতে দেখা গেছে তাকে। 

অনুশীলনে অধিনায়কের দিকে বাড়তি দৃষ্টি ছিল কোচের। হাথুরুসিংহে এসে আলাদা করে কথা বলেছেন তার সঙ্গে। নেটে বড় শটের দিকে বাড়তি মনযোগ দেখা যাচ্ছিল তামিমের।

নেটে তামিমের সঙ্গে সেই আলোচনার কিছুক্ষণ আগেই তাকে ঘিরে তৈরি হওয়া দুশ্চিন্তার কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাথুরুসিংহে। অধিনায়কের ফিটনেসের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তামিমের ফিটনেস নয়, স্বাস্থ্যজনিত একটু দুশ্চিন্তা আছে। আমার ধারণা, তার ভাইরাস সংক্রমণ ধরনের কিছু হয়েছে।’ হাথুরু এরপর যোগ করেছেন, ‘সে (তামিম) আজ কিছু ব্যাটিং ও ফিল্ডিং করবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে