শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১০:১৯:৪৭

সিআরসেভেনকে রেখেই দল ঘোষণা করল পর্তুগাল

সিআরসেভেনকে রেখেই দল ঘোষণা করল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: অনেকেই ভেবেছিল পর্তুগালের হয়ে ক্যারিয়ারটাই বোধহয় শেষ হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। কারণ কাতার বিশ্বকাপের একাদশে অনিয়মিত ছিলেন পর্তুগিজ তারকা। ফর্মহীনতা আর বয়সের অজুহাত দিয়ে রোনালোকে একাদশে রাখতে চাইতো না কোচ ফার্নান্দো সান্তোস। 

তবে নতুন কোচ হিসেবে মার্টিনেজ এসেই ২০২৪ ইউরোর বাছাইয়ের জন্য যোগ্য মনে করছেন ৩৮ বছর বয়সী রোনালদোকে। সিআরসেভেনকে রেখেই ইউরো বাছাইয়ের দল ঘোষণা করেছে পর্তুগাল।

দল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, 'রোনালদো খুবই প্রতিশ্রুতিশীল একজন খেলোয়াড়। তার অভিজ্ঞতা আমাদের জন্য অনেকটা কাজে দেবে। আমি তার বয়সের দিকে তাকাতে চাই না।'

এ মাসের ২৪ তারিখ পর্তুগাল ইউরো বাছাইয়ে লিচেনস্টাইনের বিপক্ষে মাঠে নামবে। এর তিনদিন পর তারা লুপেমবার্গের মুখোমুখি হবে। এই দুটি ম্যাচই মার্টিনেজের প্রথম মিশন। ফার্নান্দো সান্তোস বিশ্বকাপের ব্যর্থতা কাঁধে নিয়ে বিদায়ের পর সাবেক এই বেলজিয়ান কোচকে অভিভাবকের আসনে বসায় পর্তুগাল। এদিকে ফ্রান্সও ইউরো বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে। যেখানে মার্কাস থুরামের ভাই খেফ্রেন থুরামকে রেখেছেন কোচ দেশম। আর অধিনায়কের আর্মব্যন্ড পরবেন কিলিয়ান এমবাপ্পে।

২০২৪ সালের ১৪ জুন জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোর ১৭তম আসর। ২৪ দলের এই টুর্নামেন্টের আয়োজক জার্মানি বাদে বাকিদের অংশগ্রহণ নিশ্চিতে দিতে হবে বাছাই পরীক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে