শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ০৮:৩০:৩৯

মেঝেতে পড়ে হেনস্তার শিকার সাকিব

মেঝেতে পড়ে হেনস্তার শিকার সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান দুবাইয়ে একটি বাণিজ্যিক ইভেন্টে অংশ নিতে গিয়ে নিজেকে অনেকটাই অস্বস্তিতে ফেলেছেন। মাগুরায় জন্মগ্রহণকারী এই অলরাউন্ডার সম্প্রতি জস বাটলারের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন। 

এর পরপরই তিনি এক পুলিশ কর্মকর্তা হত্যার মামলায় পলাতক আসামি আরভ খানের মালিকানাধীন সোনার গহনার দোকান উদ্বোধন করতে দুবাইতে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে সাকিবকে অনুষ্ঠানস্থল থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে যেতে দেখা গেছে। সেই সময় তাকে আক্ষরিকভাবে হেনস্থা করা হয়। 

যার কারণে তিনি প্রায় পড়ে গিয়েছিলেন। আশেপাশের লোকজনও তার কলার ধরে টান দেয়। চরম একটি বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। সাকিব সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন। সাকিবের তাড়াহুড়ো করে বেড়ানোর সময় ভক্তরা তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তারকা অলরাউন্ডারের চারপাশে সেইসময় কোনো নিরাপত্তা ছিল না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে