শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ০৮:৪৫:২৯

আরাভের স্বর্ণ ব্যবসায় সাকিব কি জড়িত : তদন্ত করবে ডিবি

আরাভের স্বর্ণ ব্যবসায় সাকিব কি জড়িত : তদন্ত করবে ডিবি

স্পোর্টস ডেস্ক : উত্থান-পতন প্রত্যেক মানুষের জীবনে আছে এবং থাকবে। দুই-চার দিন আগেই সারা দেশকে আনন্দে ভেসে যাওয়ার উপলক্ষ দিয়েছেন যে লোক৷ ৭২ ঘণ্টা না যেতেই চমকে উঠেছি আমরা সবাই৷ আমাদের সোনার ছেলের দুবাইয়ে সোনার দোকান উদ্বোধনের খবরটি যে কত প্রশ্নের জন্ম দিচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন-অর-রশিদ বলেছেন, “এরই মধ্যে পলাতক ব্যক্তির বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হবে।” চার বছর আগে আরভ খান পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ইউনিটের পরিদর্শক মামুন এমরান খানকে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

হারুন-অর-রশিদ বলেছেন, “এটা দুঃখজনক যে এই বিষয়টি জানানোর পরেও, সাকিব জুয়েলারি আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তদন্তের অংশ হিসাবে, সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।” আরভ খানের কথা যতদূর জানা যায়, তার আসল নাম রবিউল ইসলাম। 

যিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা। এবং হত্যার অভিযোগের পর তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। বর্তমানে ভারতীয় পাসপোর্ট নিয়ে তিনি আরবে বসবাস করছেন। কিছুদিন আগে একটি বিতর্কে জড়িয়েছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি তারকা অলরাউন্ডার চট্টগ্রামে একটি প্রচারমূলক অনুষ্ঠানে তার টুপি দিয়ে একাধিকবার এক ভক্তকে মারধর করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে