শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১:০১:৫৭

দলে পরিবর্তন, সম্ভাব্য একাদশ

 দলে পরিবর্তন, সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : ৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টেস্ট ক্রিকেটের নবাগত আয়ারল্যান্ড এখন সিলেটে। দু'টি পাতা ও একটি কুঁড়ির সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারীরা। আজ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। 

ঘরের মাঠে শক্তির বিচারে বেশ এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানও কথা বলছে তামিম ইকবালের দলের হয়েই। দু'দলের দশ ওয়ানডেতে সাতটি জিতেছে বাংলাদেশ। এছাড়াও এই সিরিজে বাংলাদেশের আছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার তাজা আত্মবিশ্বাস। মোটকথা টাইগাররাই এগিয়ে থাকছে শনিবারের ম্যাচে।

পরিসংখ্যান আর শক্তি দিয়ে অবশ্য আয়ারল্যান্ডকে মাপা সম্ভব না। কারণ নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। ম্যাচের আগের দিন আইরিশ অধিনায়কও সেই সুরেই সতর্ক করেছেন টাইগারদের। তবে টাইগারদের সমীহ করে তাদেরকেই এগিয়ে রেখেছে সফরকারী অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি।

টাইগারদের সবশেষ ওয়ানডে ম্যাচের দল থেকে এই সিরিজের দলে পরিবর্তন থাকছে। ইংল্যান্ড সিরিজে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হলেও এই সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলি হিসেবে ওয়ানডে দলে অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের।

ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন না ইয়াসির আলী রাব্বি। এবার ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচের দলে তাকেও দেখা যেতে পারে। তবে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আফিফ হোসেন। ব্যাট হাতে অবশ্য দু'জনেরই সাম্প্রতিক ফর্ম খুব একটা স্বস্তিদ্বায়ক নয়।

সবশেষ সিরিজে স্পিন বোলিংয়ে বাংলাদেশকে এক হাত এগিয়ে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে আছে সংশয়। শুক্রবার দলীয় অনুশীলনের সময় ফুটবলে আঘাত পেয়েছেন এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ড সিরিজে তাইজুল ইসলাম না থাকায় দলে অনেকটাই জায়গা পাকা নাসুম আহমেদ। জেনুইন স্পিনার হিসেবে তিনি ছাড়া আর কোনো অপশনও নেই তামিম-হাথুরুর কাছে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:  তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে