রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ০২:৪৩:৫৬

দেশি-বিদেশি ১০ জনের হাথুরুর সহকারী হতে আবেদন

দেশি-বিদেশি ১০ জনের হাথুরুর সহকারী হতে আবেদন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশিসহ হাথুরুর সহকারী হতে চায় দশজন। ইতোমধ্যে তারা আবেদন করেছেন। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিয়ে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদটা এখন পর্যন্ত ফাঁকা। সহকারী কোচের পদে আবেদন করার শেষ সময় ছিল চলতি মার্চের ১ তারিখ পর্যন্ত। 

এই সময়ের মধ্যে এই পদের জন্য আবেদন করেছেন দশজন। যেখানে দেশি কোচদের মধ্যেও আছেন একজন। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হতে আগ্রহ প্রকাশকারী দশজনের থেকে ছয়জনের শর্টলিস্ট করে সেখান থেকে চারজনের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। 

এ ছাড়া বাকি দুজনের সাক্ষাৎকার চলতি মাসের ২৩ তারিখে হবে বলে জানিয়েছে বিসিবি। এরপরই সহকারী কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। দেশীয় কোচদের মধ্যে শুধু আবেদন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল। 

এরই মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে কোচ নিয়োগ কমিটি। যেখানে বিসিবি পরিচালক জালাল ইউনুস, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন। যাচাই-বাছাই শেষে দ্রুতই সহকারী কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন জালাল ইউনুস। 

তিনি বলেন, 'যারা আছে তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে