রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১২:৫৯:৫৩

আকাঙ্ক্ষিত গোলের আশা পূর্ণ রোনালদোর

আকাঙ্ক্ষিত গোলের আশা পূর্ণ রোনালদোর

স্পোর্টস ডেস্ক : গত জানুয়ারিতে সৌদি ক্লাবটির হয়ে নিজের প্রথম দুই ম্যাচে গোলবিহীন ছিলেন রোনালদো। ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে আল নাসরের জার্সিতে রোনালদোর শুরুটা তেমন ভালো হয়নি। তবে ফেব্রুয়ারিতে চার ম্যাচে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়ে সৌদি প্রো লিগে মাসসেরার পুরস্কার জিতেছিলেন সিআর সেভেন।

চলতি মার্চে এসে আবারও গোল আকাঙ্ক্ষায় ভুগছিলেন রোনালদো। সব মিলিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পাননি এ পর্তুগিজ ফরোয়ার্ড। তবে গতকাল শনিবার আভার বিপক্ষে আবারও গোলে ফিরলেন রোনালদো। রোনালদোর পাশাপাশি তালিস্কার গোলে প্রথমে পিছিয়ে পড়েও সৌদি প্রো লিগে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।

মার্চের প্রথম ম্যাচে আল বাতেনের বিপক্ষে আল নাসর ৩-১ গোলে জিতলেও প্রতিপক্ষের জালের দেখা পাননি রোনালদো। পরের ম্যাচেই আল ইতিহাদের কাছে ০-১ গোলে হেরে রোনালদোর দল সৌদি প্রো লিগের শীর্ষস্থান থেকে ছিটকে যায়। গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও মাঠে সিআর সেভেন ছিলেন নিজের ছায়া। 

উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখায় আল নাসর কোচ শেষদিকে তাকে মাঠ থেকেও তুলেও নেন। সব মিলিয়ে রোনালদোর জন্য সময়টা ছিল বেশ প্রতিকূলে। শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে ২৬ মিনিটে আভার আব্দুলফাত্তাহ আদাম আহমেদের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। 

বারবার চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পেতে ব্যর্থ হওয়ায় আল নাসরকে আরেকটি পরাজয়ের ঝুঁকি ঘিরে ধরেছিল। তবে ছন্দহীন রোনালদোই শেষ পর্যন্ত আল নাসরকে ম্যাচে ফিরিয়ে আনেন। ৭৮ মিনিটে আল নাসরের আব্দুলরহমান ঘারিবকে নিজেদের অর্ধে ফাউল করেন আভার ডিফেন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে