রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ০২:৩১:৩৫

মেসি কি আবার বার্সায় ফিরছেন!

মেসি কি আবার বার্সায় ফিরছেন!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি কি আবার বার্সায় ফিরছেন। এমন কানাঘুষা চলছে ক্রিড়াপ্রেমীদের কাছে। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে লিওনেল মেসির আলোচনা চলছে অনেকদিন ধরেই। ডিসেম্বরে চুক্তি নবায়ন নিয়ে ফরাসি ক্লাবটিকে মৌখিকভাবেও সম্মতি জানিয়েছিলেন মেসি। 

তবে বর্তমান চুক্তির মেয়াদের আর সাড়ে তিন মাস বাকি থাকলেও নবায়ন নিয়ে এখনও কোনো পাকা খবর আসেনি। ইতোমধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ গন্তব্য হিসেবেও বিভিন্ন ক্লাবের নাম শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে বার্সেলোনাও। লিওনেল মেসির এজেন্ট এবং বাবা হোর্হে মেসি অবশ্য বার্সেলোনায় লিওনেল মেসির প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন না। 

এমনকি মেসির ভাই মাতিয়াস মেসিও ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারের ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কাতালান ক্লাবটিতে ফেরার ভালোই সম্ভাবনা রয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর বরাত দিয়ে খেলাধুলা বিষয়ক গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার বিষয়টিকে মেসি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন। 

এমনকি এক সময়কার বার্সা সতীর্থ এবং কাতালান ক্লাবটির বর্তমান কোচ জাভি হার্নান্দেজের সঙ্গেও মেসির নিয়মিত যোগাযোগ রয়েছে বলে শোনা যাচ্ছে। বলে রাখা ভালো, মাসখানেক আগে মেসির জন্য বার্সেলোনার দরজা সব সময় খোলা বলেও জানিয়েছিলেন এ স্প্যানিশ কোচ।

তবে বার্সেলোনায় মেসির ফেরার বিষয়টি এত সহজ হবে না। তুলনামূলক উন্নতি হলেও বার্সেলোনা এখনও ভালোই আর্থিক সমস্যায় জর্জরিত রয়েছে। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে চাইলে কিছু খেলোয়াড় ছেড়ে দেওয়ার পাশাপাশি কাতালান ক্লাবটিকে বেতনের সীমাও কমাতে হবে। 

আর্থিক টানাপড়েনের কারণে রোনাল্ড আরুহো এবং পাবলো গাভির চুক্তি নবায়ন আটকে রয়েছে, এমনকি তাদের হারানোর শঙ্কায়ও রয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। এদিকে, মেসির সম্ভাব্য ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চাউর হওয়া গুঞ্জনে বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির দলবদল নিয়ে ছাপা সব সংবাকে ভিত্তিহীন বলেছেন হোর্হে মেসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে