রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ০২:৫৭:১৩

এনআইডি দেখিয়ে অনলাইনে মিলছে ক্রিকেটের টিকিট

এনআইডি দেখিয়ে অনলাইনে মিলছে ক্রিকেটের টিকিট

স্পোর্টস ডেস্ক : ইংলিশদের বিপক্ষে অবিস্মরণীয় টি-টোয়েন্টি সিরিজ জয় ও বাংলাওয়াশের  আনন্দ কাটতে না কাটতেই মাঠে নেমেছে বাংলাদেশ। থ্রি লায়ন্সের পর আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। তাই চলছে টিকিটের খরা। এ কারণেই অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল শনিবার সিলেটে জয়ের মাধ্যমে ওয়ানডে সিরিজের খেলা প্রথম ইনিংস শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিট অনলাইনে কেনা যাচ্ছে। শুক্রবার দুপুর ১টার মধ্যে প্রথম ওয়ানডের টিকিট কেনা যায়।

টিকিট কেনা যাবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে https://ticket.tigercricket.com.bd - এই লিঙ্কে ক্লিক করে। শুধু প্রথম ওয়ানডেই না, সিরিজের বাকি দুই ওয়ানডের টিকিটও ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনে অনলাইনে কেনা যাবে। 

বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজিস্ট্রেশনের জন্য এনআইডি ও মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে। নিবন্ধনের পর একটি অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। পরবর্তীতে টিকিট কোড ও এনআইডি দেখিয়ে নির্ধারিত বুথ থেকে সেই টিকিট সশরীরে সংগ্রহ করতে হবে।

অন্যদিকে, বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের টিকিটের সর্বোচ্চ মূল্য দেড় হাজার টাকা। এ টিকিটে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া, ৫০০ টাকায় ক্লাব হাউসের ও ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে