শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১২:৪৩:৪৪

পরিবর্তনের হাওয়া বইছে টাইগার শিবিরে!

পরিবর্তনের হাওয়া বইছে টাইগার শিবিরে!

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছিল বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে সাকিব আল হাসানের দল ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে। এবার হোয়াইটওয়াশের মিশনে আগামীকাল (৩১ মার্চ) দুপুর ২টায় আইরিশদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। এর আগের সিরিজে তারা ইংলিশদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশের ইতিহাস গড়েছিল।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দু’দল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়।

সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে ব্যাটিং করে বাংলাদেশ দল। টাইগার শিবিরে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটি বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। লিটন দাস অবশ্য জানিয়েছিলেন পার্টনার বদল তাদের এই পরিবর্তনে ভূমিকা রেখেছে। কেননা দ্বিতীয় ম্যাচে দলের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুতেই তুলোধুনা করেন আইরিশ বোলারদের। গড়েন ১২৪ রানের জুটি।

রনি ৪৪ রানে ফিরলেও লিটন তুলে নিয়েছিলেন অর্ধশতক। যা টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম। অবশ্য সেঞ্চুরির আশা জাগিয়েও লিটন ৮৩ রান করে ফেরেন। এছাড়া সাকিব করেছিলেন ৩৮ রান। দলের সব ব্যাটারই রয়েছেন রানের মধ্যে। শেষ ম্যাচে নামার আগে আজ হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। তবে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ঢাকায় আসেন। পরবর্তীতে সন্ধ্যার মধ্যেই তারা ফিরেছেন চট্টগ্রামে। 

বাংলাদেশের বিশ্রামের দিন অনুশীলনে ঘাম ঝরিয়েছে আয়ারল্যান্ড দল। সিরিজজুড়ে শোচনীয় অবস্থায় থাকা পল স্টার্লিংয়ের দল জহুর আহমেদের নেটে ব্যস্ত সময়ই পার করেছেন। শেষ ম্যাচে তারা ফিরতে চান সান্ত্বনার জয় নিয়েই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে