শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ০২:৩০:৪৭

কোয়ালিফাই না করেও বিশ্বকাপ খেলতে পারে আর্জেন্টিনা, দু-তিন দিনের মধ্যেই ফিফার সিদ্ধান্ত!

কোয়ালিফাই না করেও বিশ্বকাপ খেলতে পারে আর্জেন্টিনা, দু-তিন দিনের মধ্যেই ফিফার সিদ্ধান্ত!

স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা থেকে কোয়ালিফাই করে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। তবে কোয়ালিফাই না করা আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

এবারের বিশ্বকাপের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। ২০ মে থেকে মাঠে গড়ানোর কথা ছিল এই আসর। কিন্তু হঠাৎ ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে নিয়েছে ফিফা। এরপর নতুন আয়োজক হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনার নাম। 

বুধবার হঠাৎ করে ফিফা ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ার পরপরই এই বিশ্বকাপ আয়োজনের জন্য আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করে আর্জেন্টিনা। দু-এক দিনের মধ্যে আর্জেন্টিনাকে আয়োজক হিসেবে ঘোষণা দিতে পারে ফিফা। সে ক্ষেত্রে স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো কনমেবলের কংগ্রেসে অংশ নিতে বর্তমানে দক্ষিণ আমেরিকায় আছেন। তিনি বলেন, ‘আমাদের সবারই আর্জেন্টিনার ফুটবল কাঠামো সম্পর্কে ধারণা আছে। নিশ্চিতভাবেই তারা এই পর্যায়ের একটি বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম। আরো দু-একটি দেশ আগ্রহ দেখিয়েছে। কিন্তু আগ্রহ প্রকাশ, সরকারি নিশ্চয়তা ও অন্য বিস্তারিত সব কিছুর দিক দিয়ে আর্জেন্টিনাই প্রথম। আমরা দু-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেব।’

উল্লেখ্য যে ইসরায়েল ফুটবল দলকে আতিথেয়তা দিতে অনাগ্রহ দেখানোয় ইন্দোনেশিয়াকে বাদ দিয়েছে ফিফা। ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) সভাপতি এরিক থোহির সঙ্গে আলোচনা শেষেই ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বিবৃতি দিয়ে জানায় ফিফা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে