বুধবার, ১৭ মে, ২০২৩, ০১:৫৯:০৪

সময়সূচি চূড়ান্ত, এবার যে দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সময়সূচি চূড়ান্ত, এবার যে দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সফলভাবে টানা দুটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ধবলধোলাইয়ের পর ইংল্যান্ডের মাটিতেও তামিম ইকবালরা আয়ার‌ল্যান্ডকে সিরিজ হারিয়েছে। সেই সফর শেষে ইতোমধ্যে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। যদিও কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ডে এবং সাকিব ছুটি কাটাতে পরিবারের কাছে ছুটে গেছেন। চলতি মাসে কোনো সিরিজ না থাকায় লম্বা ছুটি পাচ্ছেন তারা। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ওই সিরিজের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

আজ (১৭ মে) আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০ জুন বাংলাদেশে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। এরপর ১৪ জুন থেকে শুরু একমাত্র টেস্ট ম্যাচ। সাদা পোশাকে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও, ব্যস্ত সূচির কারণে সেটি একটিতে কমিয়ে আনার কথা আগেই বিসিবি জানিয়েছিল।

টেস্ট শেষ হওয়ার পরপরই বাংলাদেশকে অপেক্ষায় রেখে রশিদ খানের দল সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে। ১৯ জুন তাদের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। দেশ দুটির সিরিজ শেষ হলে, ১ জুলাই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আফগানিস্তান দ্বিতীয় দফায় বাংলাদেশের বিমান ধরবে।

সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে দু’দল মুখোমুখি হবে।

এদিকে ক্রিকেটারদের ছুটি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল গণমাধ্যমে বলেছিলেন, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। সামনে আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। বিশ্রামের এই সময়টা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। পরিবারের সঙ্গে থাকতে পারবে। নিজেদের ব্যক্তিগত কাজগুলোও করতে পারবে। মানসিকভাবে ওরা খুব ফ্রি থাকতে পারবে যা যেকোনো অ্যাথলেটের জন্য খুব দরকারী।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে