বুধবার, ১৭ মে, ২০২৩, ১১:১৭:৩২

হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করল আইসিসি

হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম‌্যান্সের আরো পুরস্কার পেলেন নাজমুল হোসেন শান্ত। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে তার উন্নতি হয়েছে। অবশ্য এখনো সেরা একশতে ঢুকতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। এই ফরম্যাটে সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

আজ বুধবার হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০৯ নম্বরে আছেন শান্ত। যা তার ক্যারিয়ারসেরা র‍্যাংকিং। 

আয়ারল্যান্ড সিরিজে তিন ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন ১৯৬ রান। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে ১ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ে অবদান রেখেছেন। নিজে হয়েছেন সিরিজসেরা। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ৯৩ বলে ৩ ছক্কা ও ১২ চারে ১১৭ রানের ইনিংস। যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

এই সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর তো সেরা দশে ঢুকে পড়েছেন। ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ব্যাটারদের তালিকায় ৭ নম্বরে আছেন। 

আয়ারল্যান্ডের ওয়ানডে ইতিহাসেই যেকোনো ব্যাটারের এটা সেরা র‍্যাংকিং। শীর্ষস্থানে যথারীতি আছেন বাবর আজম। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। যদিও সর্বশেষ সিরিজে তার পারফরম‌্যান্স ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে