শুক্রবার, ১৯ মে, ২০২৩, ০৯:৫৫:৩১

ক্রিকেটে সৃষ্টি হলো নতুন এক ইতিহাস!

ক্রিকেটে সৃষ্টি হলো নতুন এক ইতিহাস!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে সৃষ্টি হলো নতুন এক ইতিহাস! চলতি IPL-এ ভালো ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তাঁর হাত ধরে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে RCB। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচে তিনি সেঞ্চুরি করেছেন। শুধু সেঞ্চুরি করাই নয়, তিনি ৬২ বলে সেঞ্চুরি করে স্পর্শ করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ক্রিস গেইলকে। প্রতিটা ম্যাচে বিরাটের সঙ্গে অনুষ্কা শর্মা থাকলেও এই ম্যাচে তিনি ছিলেন না। আর ইতিহাস তৈরির রাতে কিং কোহলি স্ত্রীকে ভুললেন না।

SRH-কে হারিয়ে প্লে অফের রাস্তা মজবুত করেছে RCB। এই ম্য়াচটি ৮ উইকেটে জেতার পর মাঠ থেকেই স্ত্রীকে ভিডিয়ো কল করলেন বিরাট। ম্যাচের মাঝে প্লেয়ারদের ফোন ব্যবহার করা নিষেধ। স্পট ফিক্সিংকে দূরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাই ম্যাচ শেষ হতেই বিরাট ফোন করলেন স্ত্রীকে। মাঠের মধ্যেই আনন্দ ভাগ করে নেন অনুষ্কার সঙ্গে।

বিরাটের এই ৬২ বলে সেঞ্চুরির প্রশংসা করে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অনুষ্কা। ইন্সটায় একটি পোস্ট করে তিনি। ক্যাপশনে লেখেন, ‘ও ভালোবাসা। কী দারুণ ইনিংস।’ সঙ্গে বিরাটের ইনিংসের ছবি কোলাজ দেন।

বিরাটের এই সেঞ্চুরির ফলে ঢাকা পড়ে গিয়েছেন হেনরি ক্লাসেনের ১০৪ রানের ইনিংস। তিনিই ম্যাচে প্রথম সেঞ্চুরিটা করেন। তাঁর সেঞ্চুরির জন্য সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। এরপর রান তাড়া করতে নেমে শুরু হয় বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির দাপট। ১৭২ রানের পার্টনারশিপ তৈরি করেন বিরাট ও ফাফ। ৭১ রান করে আউট হন ফাফ। এরপর আর ম্যাচ শেষ করা ছিল সময়ের অপেক্ষা। প্রথম বিরাট ও পরে ফাফ ফেরার পর মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ম্য়াক্সওয়েল সহজেই ম্যাচ শেষ করেন।

এই জয়ের ফলে নিজেদের হাতেই রইল পরের রাউন্ডে যাওয়ার রাস্তা। শেষ ম্য়াচে RCB যদি গুজরাট টাইটান্সকে পরাস্ত করতে পারে তাহলে তারা প্লে অফে প্রবেশ করতে পারে। কিন্তু RCB যদি হেরে যায় আর মুম্বইও হেরে যায় তাহলে নেট রান রেটের হিসেব করা হবে।

বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে RCB। আর একই পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে নেট রান রেটের দিক থেকে এগিয়ে রয়েছে RCB। অর্থাৎ, শেষ ম্য়াচে RCB-র সামনে জয় ছাড়া আর কোনও রাস্তা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে