শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:৫১:৩২

পাকিস্তানের প্রস্তাবে যা জানিয়ে দিল ভারত

 পাকিস্তানের প্রস্তাবে যা জানিয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো নিরপেক্ষ ভেন্যুতে ভারতকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। 

ভারতের ক্রিকেট সংস্থা (বিসিসিআই) সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। খবর জিও টিভির। অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে এই আগ্রহ দেখান শেঠি। ভেন্যু হিসেবে শেঠির সবেচেয়ে বেশি পছন্দ ছিল ইংল্যান্ড।

শেঠি বলেন, ‘হ্যা, আমি মনে করি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ (ভারতের বিপক্ষে) হতে পারে। তবে সবচেয়ে ভালো হবে যদি ইংল্যান্ডে হয়, এরপরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোনো স্টেডিয়াম যদি দর্শকে পূর্ণ হয়, সেটি খুবই ভালো হবে।’ তবে, ভবিষ্যতে এ ধরনের সিরিজ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিসিআই। 

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে কিংবা নিকট ভবিষ্যতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত নয় ভারত। এমনকি পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্কই রাখতে রাজি নয় ভারতীয় বোর্ড।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ থাকলেও দ্বিপাক্ষিক সিরিজে নিকট অতীতে মুখোমুখি হয়নি দুই দল। সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। টেস্টে সর্বশেষ ২০০৭ সালে একে অপরের বিরুদ্ধে খেলেছিল ভারত-পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে