রবিবার, ২১ মে, ২০২৩, ০৭:৫১:০৪

একমত নন শহিদ আফ্রিদি, খুশির বার্তা ভারতের জন্য!

একমত নন শহিদ আফ্রিদি, খুশির বার্তা ভারতের জন্য!

স্পোর্টস ডেস্ক : আর কয়েক মাস পরই ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই আসরে পাকিস্তান দল অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে না খেলার ঘোষণা দিয়েছে ভারত। এরপর পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে।

তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মতে, পাকিস্তানের উচিত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা এবং শিরোপা জয় করা। তাহলেই নাকি ভারতীয় বোর্ডকে চড় মারা হবে। 

এমন অবস্থায় এটা অবশ্যই ভারতের জন্য একটা খুশির বার্তা! রাজনৈতিক রেষারেষির কারণে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ এক দশকের বেশি সময় ধরে বন্ধ আছে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা।

কিন্তু ভারত নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের দাবি তুলেছে। তারা পাকিস্তানে যাবে না। এরপর ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপের প্রস্তাবও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই উপায়ে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। বাকিদের ম্যাচ পাকিস্তানে। এই প্রস্তাবেও রাজি হয়নি ভারত। তাই পিসিবিও হুমকি দিয়েছে অক্টোবরের ওয়ানডে বিশ্বকাপ বর্জনের।

পিসিবির এই অবস্থানের সঙ্গে একমত নন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে এবং বলছে ভারতে খেলতে যাবে না? বিষয়টি তাদের সহজভাবে দেখা উচিত।

বুঝতে হবে, একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে। পাকিস্তানের উচিত ভারতে গিয়ে খেলা। ছেলেদের ট্রফি জয়ে উৎসাহ দেওয়া। তাদের বলা- পুরো জাতি তোমাদের পাশে আছে। এটি শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইকে চড় মারাও হবে।’

২০১২ সালের পর থেকে শুধু আইসিসি এবং এসিসির টুর্নামেন্টগুলোতেই ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখা যায়। এবার এশিয়া কাপ না হলে কিংবা পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে বঞ্চিত হবেন দর্শকরা। তাই ভারতকে মোক্ষম জবাব দিতেই ট্রফি জয়ের কথা জোর দিয়ে বলেছেন আফ্রিদি, ‘ভারতে গিয়ে ভালো ক্রিকেট খেলো ট্রফি জয় করো। এটাই আমাদের জন্য বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ট্রফি জয় করে ফিরতে হবে। তাদের পরিষ্কারভাবে বোঝাতে হবে, আমরা যেকোনো জায়গায় ট্রফি জিততে পারি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে