মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ০২:০৬:৩০

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের এসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। তবে সফরের আরও দেড় মাসের মতো সময় বাকি থাকলেও, এখনই দল ঘোষণা করেছে তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জুনিয়র প্রোটিয়ারা। আগামী বছর যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দুই দল খেলবে এ সিরিজ। ২০২৪ সালে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

এদিকে প্রোটিয়া দলের প্রধান নির্বাচক দল ঘোষণা করে বলেন, ‘এই সফরে আমরা খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে একটা ধারণা পাব। আগামী বছর প্রায় একই কন্ডিশনে আমরা যুব বিশ্বকাপ খেলব। তাই একই ধরনের কন্ডিশনে খেলোয়াড়রা কেমন দক্ষতা দেখাতে পারে সে সুযোগও তাদেরকে দিবে এ সফর।’

লিয়াম অ্যাল্ডার, এসা গঙ্গাত, থেবে গাজাইড, বেনি হ্যানসেন, জুয়ান জেমস, ট্রিস্তান লুউস, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, রোমাশান পিলে, সিফো পোটসান, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটসওয়ান, ডেভিড টিগার, জোনাথন ভ্যান জিল, অলিভার হোয়াইটহেড। রিজার্ভ: মার্টিন খুমালো, রিলে নর্টন, এনটান্ডো জুমা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে