মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১০:৪০:৫৪

সতীর্থদের সামনেই ধোনির কান্না!

সতীর্থদের সামনেই ধোনির কান্না!

স্পোর্টস ডেস্ক : নিজের আবেগ দারুণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন বলেই মহেন্দ্র সিং ধোনির উপাধি হয়েছে ‘ক্যাপ্টেন কুল’। মাঠ ও মাঠের বাইরে যেকোনো পরিস্থিতিতে ধোনি মাথা ঠাণ্ডা রাখতে পারেন। তার মুখ দেখে বোঝার উপায় নেই যে মনের মধ্যে কী চলছে। সাফল্যে যেমন অতিরিক্ত উচ্ছ্বাস করেন না, তেমনি ব্যর্থতায় ভেঙে পড়েন না।

সেই ধোনিও নাকি একদিন কেঁদেছিলেন! সেটাও সতীর্থদের সামনে। ধোনির বিরল সেই কান্নার গল্প শুনিয়েছেন চেন্নাই সুপার কিংসে তার একসময়ের দুই সতীর্থ হরভজন সিং ও ইমরান তাহির। সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময় তারা এ ঘটনা প্রকাশ করেন। হরভজন বলেন, ‘দুই বছরের নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে চেন্নাই আবার আইপিএলে ফিরেছিল।

দলের একটা অনুষ্ঠানের পর দলের সবাই নৈশভোজে অংশ নেয়। আমি শুনেছিলাম, পুরুষমানুষ কাঁদে না। কিন্তু সেই রাতে আমি ধোনিকে কাঁদতে দেখেছিলাম। এই গল্প আগে খুব বেশি কেউ শোনেনি।

তাই না তাহির?’ সাবেক প্রোটিয়া লেগ স্পিনার তাহির সাথে সাথেই হরভজনের কথায় সমর্থন দেন। তিনি বলেন, ‘আমিও সেখানে ছিলাম। ধোনির জন্য সেটা খুব আবেগঘন মুহূর্ত ছিল। ওই দিনই আমরা বুঝতে পেরেছিলাম, চেন্নাই সুপার কিংস ধোনির হৃদয়ের কতটা কাছে। এই দলকে সে নিজের পরিবার বলে মনে করে। 

তাকে দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল।’ উল্লেখ্য, চলতি আইপিএলের প্লে অফে উঠেছে চেন্নাই। প্রথম কোয়ালিফায়ারে আজ ধোনিদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে