বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২:৪৪:২৬

ইউরোপা লীগে ব্রাইটন চ্যাম্পিয়ন সিটিকে রুখে দিল

ইউরোপা লীগে ব্রাইটন চ্যাম্পিয়ন সিটিকে রুখে দিল

স্পোর্টস ডেস্ক :  ম্যানচেস্টার সিটির জয়রথ অবশেষে থামল। ইতিমধ্যেই শিরোপা নিশ্চিত করা সিটি সর্বশেষ ১২ ম্যাচে টানা জয় তুলে নিয়ে ছুটছিল অপ্রতিরোধ্য গতিতে। তবে সেটি আর দীর্ঘায়িত হতে দিল না অপেক্ষাকৃত দুর্বল ব্রাইটন। 

উজ্জীবিত ফুটবলে ঘরের মাঠে লিগ চ্যাম্পিয়নদের তারা রুখে দেয়। ব্রাইটনের মাঠে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফিল ফোডেন সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন হুলিও এনসিসো।আগেই শিরোপা জেতা সিটি লিগে টানা ১২ জয়ের পর পয়েন্ট হারাল।

স্কাই ব্লুজদের বিপক্ষে এক পয়েন্ট আদায় করে ইউরোপা লীগের টিকেটও নিশ্চিত করল ব্রাইটন।বল দখলে পিছিয়ে থাকলেও(৩৮ শতাংশ) স্বাগতিকেরা আক্রমণে ছিল ঢের এগিয়ে।গোলের জন্য মোট ২০টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে। 

বিপরীতে সিটির ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল। ২০১৯ সালের ডিসেম্বরে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের (২১) পর এই প্রথম কোনো দল সিটির বিপক্ষে লিগ ম্যাচে গোলে ২০টি শট নিতে পারল।

অবশ্য ভাগ্য সহায় হলে প্রতিপক্ষের মাঠ থেকে ম্যাচটি শেষ পর্যন্ত জিতেই ফিরতে পারত পেপ গার্দিওলার দল।৭৮ মিনিটে ১-১ সমতায় থাকা অবস্থায় দারুণ এক হেডে বলে জালে পাঠান হল্যান্ড।তবে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে ফাউল নিশ্চিত হওয়ায় গোল দেননি রেফারি। 

হলান্ড হেড নেওয়ার আগে ব্রাইটনের লেভি কলউইলের জার্সি টেনে ধরেছিলেন। ৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাইটন। শেষ রাউন্ডে যাই ঘটুক না কেন, তাদের অবস্থানের পরিবর্তন হবে না। ৫৮ পয়েন্ট নিয়ে সাতে অ্যাস্টন ভিলা। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল।সমান সংখ্যক ম্যাচে লীগ চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৯।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে