শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১০:৫৩:২২

কপাল খুলল আশরাফুলের, পেলেন বিশাল সুখবর!

কপাল খুলল আশরাফুলের, পেলেন বিশাল সুখবর!

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আশরাফুলকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রথম বড় তারকা। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর জাতীয় দলের ক্যারিয়ার শেষ সেখানেই। ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেলেও আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ভবিষ্যতে ক্রিকেটে ফিরতে চান কোচের ভূমিকায় -এমন ইচ্ছার কথা জানিয়েছেন বহুবার।

কপাল খুলল আশরাফুলের, পেলেন বিশাল সুখবর! যদিও খেলোয়াড়ি জীবন শেষের দিকে। খেলা ছাড়ার পর কোচ হতে চান মোহাম্মদ আশরাফুল সে কথা জানিয়েছেন অনেকবার। আপাতত যখন খেলার ব্যস্ততা নেই, তখন কোচিং ক্যারিয়ার একটু এগিয়ে রাখতে লেভেল-৩ কোচিং কোর্স করতে গেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই কোচিং কোর্সের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসিতে কর্মরত আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়ে দ্বিতীয়বার ভাবেননি আশরাফুল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সহায়তায় ধরেছেন আবুধাবির পথ। বুলবুল ছাড়াও এই কোচিং কোর্সে থাকছেন রস টার্নার, অ্যালেন ক্যাম্পবেল, ইকবাল সিকান্দার।

কোচিং ক্যারিয়ার শুরুর আগে রোমাঞ্চিত আশরাফুল জানালেন- ‘আমি আবুধাবি যাচ্ছি, ২৬ তারিখ থেকে লেভেল-৩ কোচিং কোর্স শুরু হবে। আইসিসির অধীনে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এটা হচ্ছে। রোজার ঈদের আগে জানতে পেরেছিলাম লেভেল-৩ কোর্স হবে। ২৫ বছর খেলার অভিজ্ঞতা আর কোচিং ভিন্ন ব্যাপার। একদম শূন্য থেকে শুরু করতে হয়। খেলা আর কোচিংয়ের মোমেন্ট ভিন্ন। শিখতে যাচ্ছি, ৬ দিনের কোর্স। সবাই দোয়া করবেন।’

২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল-২ করেছিলেন আশরাফুল। ইসিবির অধীনে কেউ ক্লাব ক্রিকেট খেলতে গেলে লেভেল-২ কোর্স করতেই হয়। আর টেস্ট ক্রিকেটারদের লেভেল-১ কোচিং কোর্স না করলেও হয়।

একসময়ে ব্যাট হাতে ঝড় তোলা এই ক্রিকেটারের আর কখনো খেলা হবে না জাতীয় দলে। তবে আশরাফুল কি পারবেন কোচ হয়ে জাতীয় দলে ফিরতে, নতুন কোনো ভূমিকায়। দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার, কোচিংয়েও সুপারস্টার হতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে