শনিবার, ২৭ মে, ২০২৩, ১০:২১:৩৩

বাংলাদেশে সাকিবের বিকল্প কে? যা জানালেন পাপন

বাংলাদেশে সাকিবের বিকল্প কে? যা জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সব দিক বিবেচনায় সেরা খেলোয়াড় কে! তর্ক সাপেক্ষে আসতে পারে কয়েকজনের নাম। তবে দিনশেষে সকলেই মানেন যে অলরাউন্ডার সাকিব আল হাসানই সেরা। কেননা তার মতো অলরাউন্ডার গোটা দুনিয়াতেই আছে হাতে গোনা কয়েকজন।

সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে। আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই।

সাকিব বাংলাদেশের সেরা অলরাউন্ডার এই কথাটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেশ কয়েকবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন। সবশেষ গতকালও (২৬ মে) পাপন জানিয়েছেন দলে সাকিবের বিকল্প এখনও তৈরি হয়নি।

পাপন বলছিলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলবো যে সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে। আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই।’

তবে সাকিবের পাশাপাশি দলের আরেক অলরাউন্ডার মেহেদী হাসানকে মিরাজের কথাও টেনেছেন পাপন। সাকিবের মতো পাক্কা অলরাউন্ডার হতে না পারলেও তার কাছাকাছি যেতে মিরাজকে দিয়েছেন টোটকা। সঙ্গে প্রশংসা করেছেন বোলার নাজমুল হোসেন শান্তরও।

পাপন বলেন, ‘আশা করি বেশ কয়েকজন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে