সোমবার, ২৯ মে, ২০২৩, ০৯:২০:৫৭

আজও আইপিএল ফাইনাল না হলে যারা হবে চ্যাম্পিয়ন!

আজও আইপিএল ফাইনাল না হলে যারা হবে চ্যাম্পিয়ন!

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনালে হানা দিয়েছে বৃষ্টি। চেন্নাই সুপার কিংস আর গুজরাট টাইটান্সের খেলোয়াড়-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কখন কমবে বৃষ্টি। রোববার (২৮ মে) বাংলাদেশ সময় রাত আটটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে সেই বৃষ্টিরই জয় হয়েছে।

তুমুল বৃষ্টির জন্য রোববার ভেস্তে গেল আইপিএলের ফাইনাল। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের একটি বলও এদিন মাঠে গড়ায়নি। সোমবার (২৯ মে) রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। একই নিয়মে সেদিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে যদি সোমবারও খেলা না হয় তাহলে চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স। কারণ, তারা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

এর আগে, টানা দুই ঘন্টা বৃষ্টির পর থামলে পিচের ওপর থেকে কভার সরানো হয়। মাঠ প্রস্তুতের জন্যও কাজ শুরু করেন গ্র্যাউন্ডসম্যানরা। তবে, এরই মধ্যে আবার হানা দেয় বৃষ্টি। সূত্র : ক্রিকইনফো, আনন্দ বাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে