শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৩০:৫৬

তবে শঙ্কে জেগেছে লিটন দাসকে নিয়ে!

তবে শঙ্কে জেগেছে লিটন দাসকে নিয়ে!

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল বাংলাদেশ দল। এরপর সিরিজ জিততে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তবে শঙ্কে জেগেছে এই ম্যাচে লিটন দাসকে পাওয়া নিয়ে।

প্রথম ম্যাচে নেপিয়ারে ব্যাট করার সময় রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন লিটন। সেদিন চোট নিয়েই পুরোটা সময় ব্যাটিং করেছেন। রান নিতে খানিকটা অস্বস্তিতে ভুগছিলেন তা স্পষ্টই বোঝা যাচ্ছিলো। তারপরও দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

গতকাল নেপিয়ার থেকে যখন মাউন্ট মঙ্গানুইয়ে উদ্দেশে টিম বাসে উঠছিলেন লিটন, তখন দেখা যায় তার পুরো পা ব্যান্ডেজে করা। খুড়িয়ে খুড়িয়ে হাটছিলেন এই ওপেনার। এমন অস্বস্তি নিয়ে আজ খেলার জন্য কতটা প্রস্তুত লিটন তা নিয়ে বড় প্রশ্ন থাকছেই।

শেষ পর্যন্ত যদি লিটন না খেলেন সেক্ষেত্রে উইকেটকিপিং কে করবেন আর ওপেনিংয়ে দেখা যাবে কাকে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে সেই সমাধানের জন্য খুব একটা মাথা ঘামাতে হবে না টিম ম্যানেজমেন্টকে। দলের সঙ্গে থাকা রনি তালুকদার কিপিং করতে পারেন, তাই এই দায়িত্ব তার কাঁধেই ওঠতে পারে। আর ওপেনিংয়ে প্রমোশন পেতে পারেন সৌম্য।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হচ্ছে। এমনকি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা আরো বেশি। তাই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে