স্পোর্টস ডেস্ক : কানপুর টেস্ট শুরুর আগের দিন আজ হঠাৎ করেই বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন সাকিব আল হাসান। এসেই জানিয়ে দিলেন অবসর নিয়ে নিজের ভাবনার কথা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই সংস্করণে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানালেন এই বাঁহাতি অলরাউন্ডার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি।
অবসর প্রসঙ্গে বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’ অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।’
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পথচলা শুরু হয় সাকিবের। ওই বছরই একই দলের বিপক্ষে সীমিত ওভারের অন্য সংস্করণ টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার।
পরের বছর ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে চক্রপূরণ হয় বাংলাদেশি অলরাউন্ডারের। সেই শুরু এরপর বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ অংশ হন তিনি। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ৭০ টেস্টে ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৪৬০০ রান করেছেন সাকিব। অন্যদিকে বল হাতে ২৪২ উইকেট নেন তিনি।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে যেহেতু দীর্ঘ সংস্করণের ক্রিকেট ছাড়বেন সেহেতু তার রান ও উইকেট সংখ্যা আরও বাড়বে, তা না বললেও চলে। তবে ১২৯ ম্যাচেই থেমে গেছে তার টি-টোয়েন্টি ক্রিকেট। ১৩ ফিফটিতে ২৫৫১ রান করেছেন তিনি। আর ১৪৯ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। আর আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত হয়তো ওয়ানডে সংস্করণে পাওয়া যাবে তাকে।
এক সাক্ষাৎকারে নিজেই এমনটি জানিয়েছিলেন সাকিব।