সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৫:০০

নেই সাকিব, যা জানালেন তামিম ইকবাল

নেই সাকিব, যা জানালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ১৫ জনের দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। ১৪ মাস আগে সর্বশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলেছিলেন সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হঠাৎ করে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ওইদিন সাকিব জানান, ইতোমধ্যে নিজের শেষ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে তার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।

কানপুরে চলমান টেস্টের তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণার পর শুরু হয় তামিমদের আলোচনা। একপর্যায়ে টেস্ট আলাপ ছাপিয়ে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। ভারত শনিবার রাতে স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ করেছে রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর। যেখানে নেই সাকিব আল হাসানের নাম। তাইতো আলোচনার একপর্যায়ে তামিম জানান, সাকিবকে ছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য টি-টোয়েন্টি দল গড়া কঠিন হবে। সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিব ব্যাটিং-বোলিং দুটিই করতো। সে অবসর নেয়ায় বাংলাদেশ দল গড়তে কঠিন হবে। সে ছিল একমাত্র প্রোপার ব্যাটার এবং প্রোপার বোলার।’

তবে সব বাধা কাটিয়ে অবশেষে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবহীন দল ঘোষণা করেছে বিসিবি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে