সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৮:৩৮

যে পরিকল্পনার কথা জানিয়ে মিরাজ বললেন এখন আমাদের একটা সুযোগ আছে

যে পরিকল্পনার কথা জানিয়ে মিরাজ বললেন এখন আমাদের একটা সুযোগ আছে

স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। 

৮ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ম্যাচে সুবিধাজনক অবস্থানে আছে ভারত। তবে এখনই ম্যাচ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ বলে মনে করেন মেহেদি হাসান মিরাজ।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমরা এমন অনেক ম্যাচ জিতেছি, আবার অনেক ম্যাচ হয়েছে এ রকম যে আমরা ভালো করেছি। এখন আমাদের জন্য একটা সুযোগ আছে। উইকেটটা ভালো আছে। আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমার মনে হয়, আমরা যদি ওপর (টপ অর্ডার) থেকে ভালো একটি জুটি গড়তে পারি, একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে।’

দলকে আপাতত নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কথা জানালেন মিরাজ, ‘জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার। এক দিন সময় আছে। আমরা ব্যাটিং করে টার্গেট দেব, এরপর আবার ওদের ১০ উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য জেতার চিন্তা না করে আগে নিজেদের নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ।’

শেষ দিনে লম্বা সময় ব্যাট করার কথা জানালেন মিরাজ, ‘আমরা চেষ্টা করব, আমাদের ব্যাটসম্যান যাঁরা আছেন, কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি। আর একটি সিচুয়েশন (পরিস্থিতি) যখন ঘটে যাবে, তখন হয়তো আমরা জেতার জন্য খেলব। টেস্ট ক্রিকেটে যখন আপনি নিজেকে ভালো জায়গায় নিতে চাইবেন, তখন মৌলিক ব্যাপারগুলো ভালো করতে হবে। আমরাও ভালো খেলার জন্য আগে নিজেদের বিষয়গুলো ভাবছি।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে