বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১২:৩৪:২১

গোল করিয়ে রেকর্ডে নাম লেখালেন মোহাম্মদ সালাহ

 গোল করিয়ে রেকর্ডে নাম লেখালেন  মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব বোলোগনার বিপক্ষে গোল করে এবং গোল করিয়ে রেকর্ডে নাম লিখিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। বুধবার (২ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলোগনার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল।

ম্যাচের ১১তম মিনিটে ম্যাক অ্যালিস্টার লিভারপুলকে লিড এনে দেন। সালাহর বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন তিনি। লিভারপুলকে লিড এনে দিয়ে একটি রেকর্ডে নাম লেখালেন অ্যালিস্টার। অলরেডদের জার্সিতে কোনো আর্জেন্টাইনের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল এটি।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ম্যাচের ৭৫তম মিনিটে লিভারপুলকে দ্বিতীয় গোলের উল্লাসে মাতান সালাহ। ডমিনিক সোবোসলাইয়ের পাস থেকে গোল করে রেকর্ডে নাম লেখান সালাহও। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে সালাহর এটি টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারও নেই।

এদিকে সালাহ তার একমাত্র গোলটিতে গড়েছেন আফ্রিকান রেকর্ডও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ গোল এখন সালাহর। ৪৪ গোল করা চেলসি তারকা দিদিয়ের দ্রগবাকে টপকে গেছেন মিশরীয় এই তারকা।

এ দিকে জার্মানি থেকে জয় নিয়ে ফিরেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। রেড বুল অ্যারেনায় নাটকীয় ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারায় তুরিনের বুড়িরা। ৩০ ও ৬৫ মিনিটে গোল করে লাইপজিগকে দুই দফায় এগিয়ে দেন বেঞ্জামিন সেসকো।

তবে ৫০ ও ৬৮ মিনিটে দুটি গোল শোধ করে দেন জুভেন্টাসের ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ। ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের গোলরক্ষক ডি জর্জিনিও। তবে দশজনের দলটিই ৮২ মিনিটে ফ্রান্সিসকো কনসিকাওর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে