সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ১১:২৭:১৯

সেই এক বছর আগের ইস্যু সামনে আনলেন অধিনায়ক শান্ত

সেই এক বছর আগের ইস্যু সামনে আনলেন অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেদিন ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ‘প্রস্তুতি ঠিক ছিল, ফল আসেনি। এটাই আশা করব, আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলার চেষ্টা করব ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি হোক, প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়।' 

প্রায় ১১ মাস পর আরও একবার ভারতের মাঠে ধরাশায়ী বাংলাদেশ। এবার বদল এসেছে ফরম্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনো বৈশ্বিক পর্যায়ে যেতে পারেনি। গতকাল (রোববার) ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। 

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের কেউই থিতু হতে পারেননি। ৩ ওভারের মাঝে দুই উইকেট। ৫০ পেরুনোর আগেই সাজঘরে দলের ৫ ব্যাটার। সঙ্গে অধিনায়ক শান্ত আর মেহেদী মিরাজের ওয়ানডে সুলভ ব্যাটিং। গোয়ালিয়রে কেবল ব্যাটিং ইনিংস দিয়েই নিজেদের এপিটাফ লিখে ফেলেছিল বাংলাদেশ। আর এমন এক ম্যাচের পর ২০২৩ বিশ্বকাপের সেই পুরাতন কথাই আবার টেনে এনেছেন শান্ত।।

সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতার প্রশ্নে শান্ত বলেন, ‘আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন…কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

প্রথম টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারানো নিয়ে শান্ত বলেন, ‘শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় (বেশি রান না হওয়ার) প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম, সে জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে। ’

বাংলাদেশ অধিনায়ক অবশ্য স্বীকার করে নিয়েছেন তার দলের পুরোটাই ছিল ব্যর্থতার চাদরে মোড়া। জোর দিয়েছেন ভালো শট খেলার দিকে, ‘আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবেই, তবে কখন কোন শট খেলব, এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না। আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে