স্পোর্টস ডেস্ক : গত মাসটা স্বপ্নের মতো কেটেছে শ্রীলঙ্কার নতুন তারকা কামিন্দু মেন্ডিসের। টেস্টে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন এই ২৬ বছর বয়সী। যার ফল পেলেন হাতেনাতে। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।
আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন দুই শ্রীলঙ্কান ক্রিকেটার -কামিন্দু মেন্ডিস ও প্রবাথ জয়াসুরিয়া। তাদের সঙ্গে তালিকায় থাকা তৃতীয়জন হচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। সোমবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসসেরার মনোনয়ন তালিকা প্রকাশ করে আইসিসি।
এদিকে মেয়েদের মাসসেরার মনোনয়ন পাওয়া তিনজন হলেন- ইংল্যান্ডের রানমেশিন টাম্মি বেউমন্ট, আয়ারল্যান্ডের স্পিনার অ্যামি ম্যাগুয়ের এবং সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজা।
২৬ বছর বয়সী কামিন্দু মেন্ডিস ২০২৪ সাল জুড়েই রানের বন্যা বইয়ে দিয়েছেন। গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে কম ইনিংসে টেস্টে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টে ৯০.২০ গড়ে ৪৫১ রান করেছেন তিনি। ওভালে জয় পাওয়া টেস্টের একমাত্র ইনিংসে ৬৪ রানের ইনিংস দিয়ে মাস শুরু করেন তিনি। তার আগে আগস্টে মাঠে গড়ানো ম্যানচেস্টার টেস্টে ১১৩ ও লর্ডসে ৭৪ রানের দুটি দারুণ ইনিংস খেলেন তিনি।
ইংল্যান্ড সফরের পর দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষেও রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। গল প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রান করার পর দ্বিতীয় টেস্টের এক ইনিংসে সুযোগ পেয়েই ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন মেন্ডিস।
২০২২ সালের জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া প্রবাথ জয়াসুরিয়াও সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার অন্যতম নায়ক তিনি।
সেপ্টেম্বর মাসের শুরুটা জয়াসুরিয়ার খুব একটা ভালো হয়নি। লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩ উইকেট শিকার করায় ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে একাদশের বাইরে কাটাতে হয়েছে তাকে। কিন্তু নিজের সেরাটা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে উপহার দিয়েছেন তিনি। গলে প্রথম টেস্টে ৯ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। দ্বিতীয় টেস্টেও ৯ উইকেট শিকার করেন তিনি। যার মধ্যে প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে ৬ উইকেট নিয়ে কিউইদের ধসিয়ে দিয়েছিলেন জয়াসুরিয়া। দুই টেস্টের সিরিজে মোট ১৮ উইকেট শিকার করেন তিনি।
ট্রাভিস হেড মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। সেপ্টেম্বর মাসজুড়ে ৪৩০ রান করার পাশাপাশি ৬ উইকেট শিকার করেছেন এই ৩০ বছর বয়সী। হেড মাস শুরু করেন এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৫ বলে ৮০ রানের ইনিংস দিয়ে। পরের দুই ম্যাচে অবশ্য ব্যাট হাসেনই তার। এরপর ইংল্যান্ডে গিয়ে দুই টি-টোয়েন্টিতে ৫৯ ও ৩১ রানের ইনিংস খেলেন হেড।
তবে সেরাটা ওয়ানডে সিরিজের জন্যই জমিয়ে রেখেছিলেন তিনি। নটিংহ্যামে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি ২ উইকেটও শিকার করেন। পরের তিন ম্যাচে খেলেন ২৯, ৩৪ ও ৩১ রানের ইনিংস। শেষ ওয়ানডেতে বল হাতেও ২৮ রানে ৪ উইকেট শিকার করেন হেড। এর আগে ২০২৩ সালের নভেম্বরে মাসসেরার পুরস্কার জিতেছিলেন হেড।