বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ০১:৪৩:২৯

বারবার একই ভুল, দল হিসেবে এটা মোটেও ভালো ব্যাপার নয়: শান্ত

 বারবার একই ভুল, দল হিসেবে এটা মোটেও ভালো ব্যাপার নয়: শান্ত

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ এখনও বাকি, এরইমধ্যে হাতছাড়া হয়ে গেল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি নাজমুল হোসেন শান্ত বাহিনী। প্রথম ম্যাচে ৭ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে হারটা ৮৬ রানে।

দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটাই সবচেয়ে বাজে হয়েছে। ভারত টি-টোয়েন্টির মেজাজ ধরে খেললেও লাল সবুজের প্রতিনিধিরা তালই মেলাতে পারছে না। এটাকেই হয়তো ভুল বলে অভিহিত করলেন দলপতি শান্ত। ম্যাচ প্রেজেন্টেশনে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা বারবার একই ভুল করছি। দল হিসেবে এটা মোটেও ভালো ব্যাপার নয়। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।’

প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস জিতেন শান্ত, নেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এ সম্পর্কে শান্ত বলেন, ‘আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত ছিল। প্রথম ৬-৭ ওভারে আমরা বেশ ভালো করেছিলাম কিন্তু তারপর আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এরপর তারাও বেশ ভালো ব্যাটিং করেছে। মাঝের সময়টায় আমাদের এক-দুটো উইকেট প্রয়োজন ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি।’

তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ১২’র বেশি রেটে রান দিলেও শান্ত তাদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে সেটা ভালো ব্যাপার। মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিনও ভালো বোলিং করেছে। কিন্তু যেটা বললাম আমরা মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি।’

প্রসঙ্গত, দ্বিতীয় ম্যাচে বুধবার (৯ অক্টোবর) ভারতের ৯ উইকেটে ২২১ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ১৩৫ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ব্যাট হাতে ৩৪ বলে ৭৪ ও বল হাতে ২৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিতিশ রেড্ডি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে