স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরে ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। এরই মধ্যে ফ্লোরিডায় আঘাত হেনেছে ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৩ হ্যারিকেন মিল্টন।
যে কারণে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের ভেন্যু মাতুরিনে যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল আলবিসেলেস্তেদের। শঙ্কা জেগেছিল ম্যাচ খেলা নিয়ে। সে ক্ষেত্রে পয়েন্ট হারাতে হতো তাদের। তবে অবশেষে শঙ্কার মেঘ কেটে গেছে।
অক্টোবরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচ দুটি সামনে রেখে ফ্লোরিডায় অনুশীলন ক্যাম্প করেছিল লিওনেল মেসির দল। সেখান থেকেই প্রথম ম্যাচের ভেন্যু ভেনেজুয়েলার মাতুরিনে উড়াল দেয়ার কথা ছিল আর্জেন্টিনার। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বাধ সাধে প্রকৃতি। ক্যাটাগরি-৩ হ্যারিকেন মিল্টনের কারণে ক্রমেই আবহাওয়া বিরূপ হয়ে ওঠে।
আবহাওয়া এতোই খারাপ হয়ে উঠেছিল যে, ভেনেজুয়েলার উদ্দেশ্যে আর্জেন্টিনার যাত্রা করাই অসম্ভব হয়ে পড়ে। মায়ামি থেকে ভেনেজুয়েলায় যাওয়ার একমাত্র উপায় আকাশপথ। কিন্তু বিমানের সকল ফ্লাইটই বাতিল হওয়ায় আটকে পড়ে আলবিসেলেস্তেরা। ফলে এক পর্যায়ে ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনাও জাগে। শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত আর্জেন্টিনা ভেনেজুয়েলায় যেতে না পারলে প্রতিপক্ষকে জয়ী ঘোষণাও করা হতে পারে।
তবে সব শঙ্কা দূর হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল মাতুরিনে পৌঁছেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। গতকাল বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টায় কলম্বিয়ার (সরাসরি মাতুরিনে ফ্লাইট নেই) উদ্দেশ্যে যাত্রা করে এবং আনুমানিক সকাল ৭টায় ব্রানকুইলা শহরে পৌঁছে। সেখান থেকে সকাল ১০টা নাগাদ ভেনেজুয়েলায় উপস্থিত হয় মেসি ও তার দল।
এর আগে বুধবার স্থানীয় সময় সকালে শেষবারের মতো অনুশীলন করেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। আশা করা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়ার পর এই প্রথম আর্জেন্টিনার জার্সি গায়ে চড়াবেন তিনি। আক্রমণভাগে তার সঙ্গী হতে পারেন হুলিয়েন আলভারেজ।
তবে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে কে হবেন নিকোলাস ওতামেন্ডির সঙ্গী তা নিয়ে সন্দেহ আছে এখনও। এই ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় হেরমান পেজ্জালাকে দেখা যেতে পারে। এছাড়া মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস অথবা থিয়াগো আলমাদার মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরেনিমো রুল্লি; নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/হেরমান পেজ্জালা, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রযো পারেদেস/থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসও; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।