স্পোর্টস ডেস্ক : সব কটি ওভার ব্যাট করে ৮ উইকেটে কোনোমতে ১০৩ রান করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য তাড়া করেছে মাত্র ১২.৫ ওভারে। এই হারে কার্যত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। পরের ম্যাচে বড় ব্যবধানে জিতলেও তাদের সেমিফাইনালে উঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৮ উইকেটে হেরেছে। ফলে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপের টেবিলের চারে। ৪ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৪ পয়েন্ট করে আছে পরের দুটি স্থানে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডেরও। এরমধ্যে প্রোটিয়াদের ১ ও ইংল্যান্ডের দুই ম্যাচ বাকি। দুটি দল যাবে সেমিফাইনালে।
শারজাহতে লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫২ রানের জুটি গড়ে ক্যারিবীয়রা। হেইলি ম্যাথুসকে ৩৪ রানে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মারুফা আক্তার। ২৭ রানে স্টেফানি টেইলর হন রিটায়ার্ড হার্ট। শেমাইন ক্যাম্পবেল ২১ রান করে আউট হলে দেন্দ্রা দোটিনের ১৯ ও চিনেলে হেনরির ২ রানে ভর করে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে কোনোমতে ১০৩ রান করে বাংলাদেশ।
দিলারা আক্তার ও সাথি রাণির ওপেনিং জুটি ধীরস্থিরেই ব্যাট করছিল। চতুর্থ ওভারের প্রথম বলেই সাথির বিদায়ে ভাঙে তাদের জুটি। সাথির ৯ রানে আউট হওয়ার পর দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করে বোল্ড হন কারিশমা রামহারাকের বলে। সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি গড়ে তুলেন ৪০ রানের জুটি। মোস্তারি ১৬ রান করে আউট হন। যদিও তারা রানের গতি ঠিক রাখতে পারেননি।
বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া তাজ নেহার ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে ১ রান করে বিদায় নেন। স্বর্ণা আক্তার দেন গোল্ডেন ডাক। নিগার সুলতানা দীর্ঘক্ষণ লড়াইয়ে ছিলেন। যদিও বড় স্কোরে অবদান রাখতে পারেননি তিনি। ৪৪ বলে এ উইকেটরক্ষক করেন ৩৯ রান। অন্যপ্রান্তে ছিল উইকেটের মিছিল। রিতু মনির ১০ বাদে আর কেউই ৩ রানও তুলতে পারেননি।