সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১১:৪২:৪০

এবার যে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

এবার যে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের শেষ সপ্তাহে পার্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। তার আগে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র‌্যাঞ্চাইজি।

ড্রাফটের শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএল নিয়ে সর্বোচ্চ চেষ্টার কথায় জানিয়েছেন নতুন এই বিসিবি সভাপতি। জানিয়েছেন আসন্ন বিপিএলে ভালো উইকেট বানানোর কথাও। ফারুক বলেন, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা।

ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না, একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করবো এবার যেন ভালো উইকেট হয়।'

এছাড়া গেল বছর বিপিএলের টিকিট বিক্রয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ফলে এ বছর টিকিটি বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে বিসিবি। এ নিয়ে ফারুক বলেন, ‘টিকিট ডিজিটালের একটা ডেমো দেখেছি আমি। যেহেতু এখনও আড়াই মাস সময় আছে, ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে