বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৪:১৯

র‌্যাঙ্কিং প্রকাশ আইসিসির; মিরাজের পর সাকিবের নাম

র‌্যাঙ্কিং প্রকাশ আইসিসির; মিরাজের পর সাকিবের নাম

স্পোর্টস ডেস্ক : টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে খুব একটা ভালো করতে পারেননি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আর সেটারই সুফল ভোগ করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বুধবার (১১ ডিসেম্বর) র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন মিরাজ। আর ২৮৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

তবে আবারও র‌্যাঙ্কিংয়ে ওপরে উঠার সুযোগ রয়েছে অশ্বিনের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও তিনটি টেস্ট বাকি রয়েছে ভারতের। সেখানে যদি অশ্বিন ভালো করতে পারে, তাহলে আবারও র‌্যাঙ্কিংয়ে ওপরে উঠতে পারেন এই ভারতীয়।
 
এই তালিকায় ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারতের রবীন্দ্র জাদেজা। মিরাজ ও অশ্বিনের পর তালিকায় ৪ নম্বরে আছেন সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জেনসেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে