স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় টি-টেন টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাকিব আল হাসানের দল গল মার্ভেলসের ভারতীয় মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে মুখোমুখি হয়েছিলো গল মার্ভেলস। এই ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি ৭ উইকেটের বড় জয় পায়। অভিষেক ম্যাচেই পাতানোর অভিযোগে গলের ভারতীয় মালিক গ্রেপ্তার হলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ম্যাচ এই অভিযোগে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেরদিন (বুধবার) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে প্রেম ঠাকুরের দল গল মার্ভেলস।
গ্রেপ্তারের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতে নেওয়া হলে, কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত প্রেম ঠাকুরকে রিমান্ড দিয়েছে বলেও দাবি লঙ্কান গণমাধ্যমের।
তবে ফিক্সিংয়ের অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে লঙ্কা টি-টেন কর্তৃপক্ষ। লঙ্কা টি-টেনে সাকিব ছাড়াও বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও রনি তালুকদার।
শ্রীলঙ্কায় এই প্রথম ১০ ওভারের ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যেখানে সাকিবদের গল ছাড়াও অংশগ্রহণ করছে ৬টি দল।
লঙ্কায় গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই টি-টেন। টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ১৮ ডিসেম্বর। আর ফাইনাল হবে ১৯ ডিসেম্বর।